ভারতে ভ্যাকসিন গ্রহণকারী স্বেচ্ছাসেবীর বিরূদ্ধে ১০০ কোটি রূপির মামলার প্রস্তুতি

|

পরীক্ষামূলক ভ্যাকসিন গ্রহণকারী স্বেচ্ছাসেবীর বিরূদ্ধে ১০০ কোটি রূপির মামলা ঠোকার প্রস্তুতি নিচ্ছে ভারতের সেরাম ইন্সস্টিটিউট।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে জানানো হয়, চেন্নাইয়ের ঐ স্বেচ্ছাসেবী নিজের অসুস্থতার জন্য প্রতিষেধক গ্রহণকে দায়ী করছেন। কিন্তু, এটি সম্পূর্ণ ভূয়া তথ্য। হিংসাত্মক মনোভাবের কারণেই ইন্সস্টিটিউটের বিরূদ্ধে অভিযোগ এনেছেন ঐ ব্যক্তি। আরও বলা হয়, তার শারীরিক অসুস্থতার সাথে টিকার সম্পর্ক নেই।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ৪০ বছরের স্বেচ্ছাসেবীর পরিবারের অভিযোগ- তৃতীয় ধাপের টিকা গ্রহণশেষে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড মাথাব্যথার পাশাপাশি বিরক্তবোধ আলো-শব্দে। স্মৃতি ভুলে যাবার সাথে-সাথে বন্ধ করে দেন কথাবার্তাও। সেরাম ইন্সস্টিটিউট বরাবর ৫ কোটি রূপির ক্ষতিপূরণ চেয়েছে তার পরিবার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply