বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে ৮ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করেছে সাকিব,রিয়াদের খুলনা। এই ম্যাচে জিততে হলে ঢাকাকে টপকাতে হবে ১৪৭ রানের বাধা।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা। দলীয় ১৩ ও ১৯ রানে দুই ওপেনার সাকিব আল হাসান ও আনামুল হককে হারিয়ে বেশ বিপদে পড়ে খুলনা।
এরপর দলের হাল ধরেন ইমরুল কায়েস, মাঝে জহুরুল ইসলাম ৪ রানে ফিরে গেলে ইমরুলের সাথে যোগ দেয় আরিফুল। ইমরুল ২৯ আর আরিফুল আউট হন ১৯ রানে।
রুবেল হোসেনের বলে বোল্ড হওয়ার আগে দলনেতা মাহমুদুল্লাহ করেছিলেন ৪৫ রান। শুভাগত হোম অপরাজিত ছিলেন ১৫ রানে।
ঢাকার পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন রুবেল হোসেন। ৪ ওবার বল করে ২৮ রানে নিয়েছেন তিন উইকেট আর শফিকুল ইসলাম নিয়েছেন দুটি উইকেট।
এই ম্যাচে জিততে হলে ঢাকাকে করতে হবে ১৪৭ রান।
Leave a reply