এবার খাবারের স্বত্ব নিয়ে প্রতিবেশীর সাথে দ্বন্দ্বে জড়ালো চীন

|

এবার খাবারের স্বত্ব নিয়ে প্রতিবেশীর সাথে দ্বন্দ্বে জড়ালো চীন। আইএসও সনদে দক্ষিণ কোরিয়ায় ঐতিহ্যবাহী এবং অন্যতম প্রধান খাবার- কিমচি’কে চীন নিজেদের দাবি করার পর, টানাপোড়েন চলছে দু’দেশের কূটনীতিতে।

সবজির আচার জাতীয় ‘পাও চাই’য়ের জন্য, সম্প্রতি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন বা আইএসও সনদ পায় বেইজিং। এরপর, ‘চীনের নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে কিমচি শিল্প’ শিরোনামে খবর প্রকাশ হয় দেশটির সংবাদমাধ্যমে। চীনা ‘পাও চাই’ এবং দক্ষিণ কোরীয় ‘কিমচি’র ভিন্নতা সত্ত্বেও এমন খবরে দু’দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। একে চীনের প্রভাব বিস্তার ও অর্থনৈতিক আগ্রাসনের চর্চা বলেও উল্লেখ করে কোরীয় গণমাধ্যম।

পরে, আইএসও সনদে উল্লেখিত পাও চাই কিমচির মধ্যে পড়ে না বলে বিবৃতি দেয় দক্ষিণ কোরিয়ার কৃষি মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply