বগুড়া ব্যুরো:
চুয়াডাঙ্গার দুই মাদক কারবারিকে ২৬ কেজি গাঁজাসমেত আটক করেছে র্যাব ১২’র একটি আভিযানিক দল। পাথর ভর্তি ট্রাকের ভেতরে কৌশলে ওই দুই কারবারি গাঁজাগুলো বহন করছিলো। সোমবার গভীর রাতে শহরের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে তাদের আটক করেন র্যাবের সদস্যরা।
র্যাব-১২’র বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি স্বজল কুমার সরকার জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে র্যাব সদস্যরা বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় পাথর বোঝাই একটি ট্রাক থেকে ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক করা হয় মাদক কারবারি আজাদ হোসেন (৩৩) ও স্বজল হোসেনকে (২৬)।
তিনি আরও জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা এই দুই মাদক কারবারি পণ্যবাহী ট্রাকে করে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলো। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে মঙ্গলবার দুপুরে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাবের কর্মকর্তা।
ইউএইচ/
Leave a reply