বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সবাই আছেন। নেই কেবল মাশরাফী বিন মোর্ত্তজা। তবে টুর্নামেন্টের মাঝখানে দেখা যেতে পারে তাকে। এজন্য আজ মঙ্গলবার মিরপুরে অনুশীলনও শুরু করেছেন তিনি।
যদিও মাশরাফীর ম্যাচ ফিটনেস নিয়ে এখনো সন্দিহান বিসিবির ট্রেনার। রবীন্দ্রনাথের ছোট গল্প বলুন আর ধ্বংসস্তূপের মাঝে রূপকথার ফিনিক্স পাখি। সবটাই যেনো মাশরাফী বিন মোর্ত্তজা। ক্রিকেট ক্যারিয়ার যদি ধ্বংস স্তূপ হয়, তবে সেখানে ফিনিক্স পাখি মাশরাফী। বার বার ছুরি কাঁচির নিচ থেকে ফিরে এসেছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব ছাড়ার পর যারা শেষ ভেবেছেন। তাদের জন্য এই ছবিটা। সাবেক অধিনায়ক হয়েছেন ঠিকই, সাবেক ক্রিকেটার হননি এখনো। লাল সবুজ জার্সি বা কোনো ক্লাব জার্সি নয় মিরপুরে মাশরাফী এসেছেন এক পোলো শার্ট গায়ে।
করোনাকালে পুরো পরিবার আক্রান্ত ছিলো মহামারিতে। এরপর হ্যামস্ট্রিং ইনজুরি। কিন্তু বুকে যার বারুদ, লক্ষ্য যার স্থির-কার সাধ্য আছে তাকে আটকাবার? তাই তো প্রিয় মাশরাফীর মাঠে আসাতেই পুরো একাডেমি মাঠে অন্যরকম আবেগ। গণমাধ্যমের চোখ তখন মাশরাফীর হাতের দিকে।
৩৭ পেরিয়ে যাওয়া একজন ক্রিকেটারে বল করা চাট্টিখানি কথা নয়। তাও পেস বল। ছন্দ, গতি, রান আপ ঠিক আছে? বোঝায় যাচ্ছিলো মাঠে ফিরতে মেদ ঝরিয়েছেন। রান আপটাও ছিলো ঠিকঠাক। তবে দম ছিলো খাটো। এমন অবস্থায় দেখা যাওয়া কী সম্ভব বঙ্গবন্ধু কাপে?
ফিট হলে যে কোনো দলেই খেলতে পারবেন মাশরাফী। বিসিবি এটা আগেই বলেছে। প্রশ্ন হচ্ছে কোন দল? উত্তর নিয়ে ধোঁয়াশা থাকলেও, এটা পরিষ্কার মাশরাফী মাঠে ফিরছেন জলদি।
ইউএইচ/
Leave a reply