নিরাপদে চাঁদে পৌঁছেছে চীনের নভোযান চ্যাং-ই ফাইভ। দেশটির ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চিত করেছে এ তথ্য।
তারা জানায়, মঙ্গলবার চীনা সময় গভীর রাতে চাঁদের মাটি স্পর্শ করেছে নভোযানটি। পৌঁছানোর পরপরই ছবি পাঠিয়েছে পৃথিবীতে। ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন চীনের বিজ্ঞানীরা। চাঁদের বিভিন্ন অংশের ছবি তোলার পাশাপাশি, মাটি ও পাথর সংগ্রহ করবে চীনা নভোযান। গত ২৪ নভেম্বর চীনের হাইনান প্রদেশ থেকে ‘লংমার্চ ফাইভ রকেটে’ চেপে রওয়ানা দেয় চ্যাং-ই ফাইভ।
যুক্তরাষ্ট্র ও সোভিয়েতের পর তৃতীয় দেশ হিসেবে এ অভিযান শুরু করলো চীন। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পৃথিবীতে ফিরবে চীনা নভোযানটি।
ইউএইচ/
Leave a reply