অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১৩ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ের ফলে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচেছে ভিরাট কোহলির দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ার সেরা ৯২ রানে ভর করে ৩০৩ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দয় অজিদের সামনে। জবাবে ভারতীয় পেস আক্রমনের সামনে ২৮৯ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
এর আগে ব্যাটিং করতে নেমে ধীরগতির উইকেটে ২৭ বলে ১৬ রান করে আউট হন শিখর ধাওয়ান। ভিরাট কোহলি ৬৩ রান করলেও বড় রানের পুঁজি পাবার আশা ছিল না ভারতীয়দের। তবে হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ার সেরা ৯২ রানের ইনিংসে ভর করে ৩০২ রানের সংগ্রহ পায় ভারত।
জবাবে, ৩০৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২২ গজে ঝড় তোলেন ভারতীয় দুই অভিষিক্ত পেসার নাটারাজন ও শার্দুল ঠাকুর।
ফিঞ্চের ৭৫ আর ম্যাক্সওয়েল ৫৯ রানের ইনিংস খেললেও বাকি ব্যাটর্সম্যানরা মেলে ধরতে পারেনি নিজেদের। শার্দুল ঠাকুর ৩টি, বুমরাহ ও নাটারাজন নেন ২টি করে উইকেট। আর তাতেই অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় ২৮৯ রানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম জয় পায় ভারত।
Leave a reply