মিশরে ১৯৪০ সালের আবাসিক ভবন ধস, নিহত কমপক্ষে ৬

|

মিশরে ১৯৪০ সালের আবাসিক ভবন ধস, নিহত কমপক্ষে ৬

মিসরের আলেক্সান্দ্রিয়ায় আবাসিক ভবনধসে প্রাণ হারালো কমপক্ষে ৬ জন। বুধবার রাতে হয় এ দুর্ঘটনা।

আশঙ্কা- তিনতলা ভবনটির নীচে চাপা পড়ে আছেন আরও কয়েকজন। তাদের জীবিত উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ব্যবহৃত হচ্ছে বুলডোজারের মতো ভারি যন্ত্রপাতি।

বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনা এড়াতে গোটা আবাসিক এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

প্রাথমিক তথ্য অনুসারে, ভবনধসের সময় দুটি পরিবারের ৯ থেকে ১২ জন সদস্য ছিলেন ভেতরে। ঠিক কি কারণে এ দুর্ঘটনা- সেটা এখনো নিশ্চিত নয়।

প্রশাসনের দাবি- ১৯৪০ সালে নির্মিত ভবনটিতে ছিলো অবকাঠামাগত ত্রুটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply