ভারতজুড়ে মঙ্গলবার বনধ এর ডাক দিয়েছে দেশটির কৃষকরা। সরকারি প্রতিনিধিদের সাথে দফায় দফায় বৈঠকের পরও কোন সমাধান না আসায় এমন ঘোষণা দেয়া হয় শুক্রবার।
বলা হয়, শুধু রাজধানী দিল্লি নয়, কৃষকদের দাবি না মানা হলে অচল করে দেয়া হবে গোটা ভারত। বন্ধ করে দেয়া হবে দেশের সবগুলো হাইওয়ের টোল আদায়।
তবে এখনও দাবি-দাওয়া আদায়ে দিল্লির বিভিন্ন রাজপথ বন্ধ করে অবস্থান করছেন হাজার হাজার কৃষক।
তারা জানান, ৮ ডিসেম্বর সারা দেশের কৃষকরা এক হয়ে আন্দোলনে নামবে। যদিও আজ ফের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কৃষকদের সাথে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মূলত সেপ্টেম্বরে পাস হওয়া ৩টি বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে বেশ কিছুদিন ধরে চলছে বিক্ষোভ আন্দোলন।
Leave a reply