কুষ্টিয়ায় ভাঙচুর করা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যটি পুনর্নির্মাণ শুরু করেছে কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ আলাদা আলাদা করে নির্মাণ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই তারা ভাস্কর্যটি আগের রূপে ফিরিয়ে আনবেন। এর আগের রূপ দিতে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।
শুক্রবার রাতের কোনো এক সময়ে ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। শনিবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে।
এদিকে ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪ জনকে আজ আদালতে নেয়ার কথা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ড আবেদন করার কথা রয়েছে। ভাস্কর্য ভাঙার সাথে সরাসরি জড়িত ‘ইবনে মাসুদ মাদ্রাসার’ দুই ছাত্র আবু বক্কর ও নাহিদ। এছাড়া আল আমিন ও ইউসুফ নামে জড়িত আরও দুই জনকেও গ্রেফতার দেখানো হয় গতকাল।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত সোয়া দুইটার দিকে দুজন হেঁটে আসে ভাস্কর্যের কাছে। এরপর, মই বেয়ে উপড়ে উঠে ভাস্কর্য ভাঙচুর করে। ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
Leave a reply