যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ- টিকটকের ওপর নিষেধাজ্ঞা আটকে দিলেন আরেকটি আদালত। সোমবার এ রায় দেন পেনসিলভানিয়ার একটি আদালত।
টিকটক নিষিদ্ধে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে গেলো মাসে একই সিদ্ধান্ত দেন ওয়াশিংটনের জেলা আদালতের বিচারক কার্ল নিকোলস। এর আগে অ্যাপল স্টোর এবং অ্যালফাবেটের গুগল অ্যাপ স্টোর থেকে টিকটক ডাউনলোড বন্ধে, মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপও আটকে দেন তিনি।
১২ নভেম্বর এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে। চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ এবং জাতীয় নিরাপত্তায় হুমকি বিবেচনায়, বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপটি মার্কিন ভূখণ্ডে নিষিদ্ধের উদ্যোগ নেয় হোয়াইট হাউজ। যদিও এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে বেইজিং।
Leave a reply