লুঙ্গি-গেঞ্জি সবই নিয়ে আসছি, জামিন না পেলে ভেতরে চলে যেতাম: নিক্সন

|

‘লুঙ্গি-গেঞ্জি নিয়ে, সবই নিয়ে আসছি, জামিন না পেলে ভেতরে চলে যেতাম’ মঙ্গলবার নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর এমন মন্তব্য করেন আলোচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এরআগে উচ্চ আদালতে হাজির হয়ে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন তিনি। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এমপি নিক্সনের আইনজীবীরা। আদালত শুনানি শেষে ২ হাজার টাকা বন্ডের বিপরীতে তা মঞ্জুর করেন।

গণমাধ্যমে নিক্সন বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি। আদালত যা সিদ্ধান্ত দিতেন, মাথা পেতে নিতেন।

উল্লেখ্য, চরভদ্রাসন উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে, নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছিলেন ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply