মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জোট ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন চার দিনের সফরে ঢাকা এসেছেন। তিনি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বুধবার রাতে তাদের বহনকারী এমিরাটস এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওআইসি মহাসচিব আজ রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক ও রাতে তার সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।
শুক্রবার ড. ওথাইমিন কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করবেন। পাশাপাশি, কক্সবাজারের আশপাশে অস্থায়ী আশ্রয়ে থাকা রাখাইনের মুসলমানদের অবস্থাও পর্যবেক্ষণ করবেন তিনি।
যমুনা অনলাইন-এফআর
Leave a reply