সপ্তাহের ব্যবধানে ফের ২৪ ঘণ্টায় আরও প্রায় ১২ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পৌনে ৫ লাখের মতো। এ নিয়ে বিশ্বজুড়ে মোট প্রাণহানি ১৫ লাখ ৬২ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৬ কোটি সাড়ে ৮৫ লাখ।
মঙ্গলবারও সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। আবারও একদিনে প্রায় ২৯শ’ প্রাণহানির ফলে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে দু’লাখ ৯৩ হাজার। নতুন করে প্রায় দু’লাখ মার্কিনীর দেহে মিলেছে কোভিড-১৯। ফলে মোট আক্রান্ত ১ কোটি ৫৬ লাখের মতো।
এদিন প্রায় ৮শ’ মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল। দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ৭৮ হাজারের বেশি। আর একদিনে ৬শ’র বেশি মৃত্যু দেখেছে ইতালি, জার্মানি ও যুক্তরাজ্য।
তাছাড়া, ৪শ’ থেকে সাড়ে ৫শ’ করে মানুষ মারা গেছেন রাশিয়া, ফ্রান্স, পোল্যান্ড ও ভারতে। ইরানেও দৈনিক মৃত্যু ৩শ’র বেশি। এ পর্যন্ত ভারতে ১ লাখ সাড়ে ৪১ হাজার; আর মেক্সিকোতে ১ লাখ ১১ হাজারের মতো প্রাণ কেড়ে নিয়েছে করোনায়।
ইউএইচ/
Leave a reply