পলাশবাড়িতে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

|

গাইবান্ধা প্রতিনিধি:

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবু বকর প্রধানকে ৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন গোলাম সারোয়ার প্রধান বিল্পব। নারিকেল গাছ প্রতীকে ১০ হাজার ২৬২ ভোট পেয়েছেন তিনি। নৌকা প্রতীকে আবু বকর প্রধান পেয়েছেন ৫ হাজার ৮৬৭ ভোট।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পলাশবাড়ি উপজেলা হল রুমে ১৬টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার প্রধান বিপ্লবকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আবদুল মোত্তালিব।

এছাড়া একইসাথে পৌর এলাকার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৮ জনকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. আবদুল মোতাল্লিব। যদিও এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন কাউন্সিলর নির্বাচিত হন।

নির্বাচনে মেয়র পদে মোট ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ২ হাজার ৯৩৬ ভোট, জাতীয় পার্টির মজিবুর রহমান পেয়েছেন ৬১৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম দুদু পেয়েছেন ৩৬১ এবং অপর স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট।

নির্বাচিত মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব পলাশবাড়ীর জামালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম সাকোয়াত জামান প্রধান বাবু ছেলে। গাইবান্ধা জেলার বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply