রাজধানীর উর্দু রোডে আগুনে পুড়লো নোয়াখালী ভবন

|

রাজধানীর উর্দু রোডে আগুনে পুড়লো নোয়াখালী ভবন। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, গতরাত সোয়া তিনটার দিকে ট্রান্সমিটার বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। এরপরই নোয়াখালী ভবনের নিচ তলায় আগুন জ্বলে ওঠে। মূহুর্তেই তা ছড়িয়ে পুরো ভবন ও আশেপাশের ছোট ছোট টিনশেড কারখানায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ৪ তলা নোয়াখালী ভবনটি রিসাইকেল প্লাস্টিকের গোডাউন ও কারখানা ছিলো। এর আগেও কয়েকবার আগুন লাগায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিলো। কিন্তু অসাধু ব্যবসায়ীরা সেই সতর্কতা আমলে নেয়নি।

স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply