আজও রাজধানীতে দেখা মেলেনি সূর্যের। সেই সাথে বাড়ছে শীতের দাপট। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে। কনকনে ঠাণ্ডার সাথে বইছে হিমেল হাওয়া।
কুড়িগ্রামে তাপমাত্রার পারদ নেমেছে ১৪.৫ ডিগ্রিতে। ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সীমান্তঘেষা পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ আশপাশের জেলাগুলোতেও বাড়ছে শীতের তীব্রতা।
হাসপাতালগুলোতে নিউমোনিয়া, ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু আর বৃদ্ধরা।
আবহাওয়া অফিস জানায়, ১৫ ডিসেম্বরের পর মৃদু শৈতপ্রবাহ আসতে পারে, তখন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
Leave a reply