বেড়েই চলেছে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভের ভয়াবহতা। বিশ্বজুড়ে আরও ১০ হাজার মানুষের প্রাণ গেলো এ ভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬ লাখ ১২ হাজারের বেশি।
মৃত্যু আর সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২ হাজারের বেশি প্রাণ গেছে শনিবার। নতুন আক্রান্ত ২ লাখের ওপর। দেশটিতে মোট প্রাণহানি ৩ লাখ ৫ হাজার ছুঁইছুঁই।
শনিবার ৭শ’র কাছাকাছি মৃত্যু হয়েছে মেক্সিকো ও ব্রাজিলে। এদিন ইতালিতে প্রাণ গেছে সাড়ে ৬শ’ মানুষের। ৫ শতাধিক মৃত্যু হয়েছে রাশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্যে।
বিশ্বে করোনাভাইরাসে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৬ লাখ ১০ হাজারের ওপর। ৭ কোটি ২০ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে সংক্রমণ।
Leave a reply