ভোলা প্রতিনিধি:
শিশুবিবাহ’র হার কমিয়ে আনার লক্ষ্য নিয়ে ভোলায় ইমাম কাজীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ভোলা সদর উপজেলার হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। প্রশিক্ষণে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাজী ও ইমামরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখার জন্য সকলকে অঙ্গীকার করে শপথ পাঠ করানো হয়। ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ত্বরান্বিতকরণ (এপিসি) প্রকল্প প্রশিক্ষণের আয়োজন করে। এসময় ইমাম-কাজীরা বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখার জন্য অঙ্গীকার করেন।
Leave a reply