চলতি বছরই দায়িত্বরত ৪২ সংবাদকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শনিবার, বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস’।
প্রতিবেদনে বলা হয়, এই বছরে বিভিন্ন কারণে কারাবরণ করতে হয়েছে ২৩৫ সংবাদকর্মীকে। সর্বোচ্চ হত্যাকাণ্ড চালিয়ে শীর্ষে মেক্সিকো। দেশটিতে ২০২০ সালে প্রাণ দিতে হয়েছে ১৩ সাংবাদিককে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান; দেশটিতে ৫ সংবাদকর্মীকে হত্যা করা হয়।
এছাড়া, আফগানিস্তান-ভারত-ইরাক ও নাইজেরিয়ায় এবছর তিনজন করে সংবাদকর্মীকে হত্যা করা হয়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস’র দাবি, গেলো তিন দশকে কর্মক্ষেত্রে দু’হাজার ৬৫৮ সংবাদকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসময়ের মধ্যে, দেড়শো দেশে কারাবরণ করেছেন ৬ লাখের কাছাকাছি গণমাধ্যমকর্মী।
Leave a reply