ভারতে ‘টিআরপি কেলেঙ্কারি’র জেরে এবার গ্রেফতার হলেন রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচানদানি। আজ রোববার তাকে আদালতে তোলা হয়।
মামলাটির আওতায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করলো মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চ। গেলো সপ্তাহেই, টিভিটির মালিক ‘এআইজি আউটলায়ার মিডিয়া’র পক্ষ থেকে কর্মীদের নিরাপত্তা চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন করা হয়। যা খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। হলফনামায় মহারাষ্ট্র পুলিশের পরিবর্তে তদন্তটি সিবিআই’র কাছে হস্তান্তরের অনুরোধও জানানো হয়।
এর আগে, সিওও প্রিয়া মুখার্জি এবং প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীও গ্রেফতার হন। অক্টোবরে শুরু হওয়া তদন্তে, টিভির জনপ্রিয়তা পরিমাপক- টিআরপি কেলেঙ্কারির সাথে ৩টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পায় পুলিশ। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে সবসময় ঐ চ্যানেল চালিয়ে রাখতে বাধ্য করতো গ্রাহকদের।
Leave a reply