মালয়েশিয়া প্রতিনিধি:
প্রায় দুই বছর আগে ইন্দোনেশিয়ান এক তরুণীকে হোটেল রুমে হত্যার দায়ে এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে সিংগাপুরের আদালত।
নিহত ইন্দোনেশিয়ান নাগরিকের নাম নুর হিদায়াতি ওয়ার্টনো সুরতা (৩৪), তবে মৃত্যুদণ্ড প্রাপ্ত ঐ বাংলাদেশীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
সোমবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার সংবাদ মাধ্যম স্ট্রেইট টাইম সহ সিংগাপুরের জাতীয় দৈনিক গুলো এ তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নুরহিদায়াতি ও বাংলাদেশী যুবক এক সময়ে একটি সম্পর্কে প্রেমিক-প্রেমিকা ছিলেন। কিন্তু পরবর্তীতে নুরহিদায়াতি তার বাংলাদেশি প্রেমিককে ছেড়ে অন্য যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে তার বাংলাদেশি প্রেমিক ক্ষুদ্ধ হয়। নুরহিদায়াতিকে তার বাংলাদেশি প্রেমিক তার কাছে ফিরে আসার অনুরোধ করলেও নুরহিদায়াতি তা প্রত্যাখ্যান করেন।
তারপর অভিযুক্ত বাংলাদেশি প্রেমিক পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সিংগাপুরের গোল্ডেন ড্রাগন হোটেলে নুরহিদায়াতির সাথে রাত্রিযাপনের জন্য একটি রুম ভাড়া করে এবং সেখানেই নুরহিদায়াতিকে শ্বাস রোধ করে হত্যা করে। হত্যার পর নুরহিদায়াতির বাংলাদেশি প্রেমিক পালিয়ে যায়।
Leave a reply