আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মাসব্যাপী অমর একুশে বইমেলার প্রস্তাব করতে যাচ্ছে আয়োজকরা।
সোমবার (১৪ ডিসেম্বর) প্রকাশকদের পক্ষ থেকে করোনাকালে শারীরিক উপস্থিতিতে বইমেলা আয়োজনের লিখিত প্রস্তাবনা জমা দেওয়ার কথা ছিলো তবে প্রকাশকদের পক্ষ থেকে সে প্রস্তাবনা পাঠানো হয়নি।
তারা জানিয়েছেন, প্রস্তাবনার খসড়া তৈরি করেছি। আমরা ১৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মাসব্যাপী বইমেলার আয়োজনের কথা প্রস্তাবনায় উল্লেখ করেছি।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে বৈঠকের পরে বাংলা একাডেমির কাছে লিখিত প্রস্তাবনা পাঠানো হবে বলে প্রকাশকদের সূত্রে জানা যায়।
এর আগে, করোনা মহামারি পরিস্থিতিতে অমর একুশে বইমেলা ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়েছিল। তবে শেষ পর্যন্ত চিরায়ত নিয়মেই বইমেলা হওয়ার কথা জানিয়েছেন প্রকাশকরা। তবে পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি জন্য বদলাতে পারে বইমেলা শুরুর তারিখ।
রোববার এ বিষয়ে জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতি ও একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক পরই এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।
ইউএইচ/
Leave a reply