বেনাপোলে ২৪টি স্বর্ণের বারসহ আটক এক

|

বেনাপোলে ২৪টি স্বর্নের বারসহ আটক এক

বেনাপোল প্রতিনিধি:

ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে ২৪টি স্বর্ণের বারসহ বাকিবিল্লাহ নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক স্বর্ণ পাচারকারী বাকিবিল্লাহ (২৬) বেনাপোলের বালুন্ডা গ্রামের ওহাব আলীর ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সেলিম রেজা স্বর্ণ পাচারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল আমড়াখালি এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বাকিবিল্লাহকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে ২ কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার জব্দ করে। আটক স্বর্ণের মূল্য ২ কোটি টাকা বলে বিজিবি জানায়। জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর সরকারী ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান লে. কর্নেল মো. সেলিম রেজা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply