ধর্ষকদের রাসায়নিকের মাধ্যমে অক্ষম করে দেয়ার বিধি রেখে, ধর্ষণ প্রতিরোধে নতুন আইন পাশ করলো পাকিস্তান। এ সংক্রান্ত অধ্যাদেশে প্রেসিডেন্ট আরিফ আলভির অনুমোদনের পর মঙ্গলবারই কার্যকর হয় আইনটি।
যৌন নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তি, নারী পুলিশ বৃদ্ধি, ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত, ধর্ষকদের তালিকা তৈরির বিধানও রয়েছে নতুন আইনে।
নারী নির্যাতনের বহু কদর্য উদাহরণ আছে পাকিস্তানে। তবে সম্প্রতি লাহোরের রাস্তায় দুই শিশু সন্তানের সামনে এক নারীকে গণধর্ষণের পর প্রবল বিক্ষোভের পরই এ পদক্ষেপ নেয় পাকিস্তান সরকার।
গেলো মাসে মন্ত্রিসভার বৈঠকে আইনটিতে অনুমোদন দেন প্রধানমন্ত্রী ইমরান খান। রাসায়নিক প্রয়োগে ধর্ষককে অক্ষম করে দেয়ার বিধান রয়েছে ইন্দোনেশিয়া ও পোল্যান্ডসহ বিভিন্ন দেশে।
ইউএইচ/
Leave a reply