সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে শহীদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

|

মহান বিজয় দিবসে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

চট্টগ্রামে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে সিটি করপোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দলসহ সব শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর সেনানীদের।

বরিশাল নগরীতে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে ভোরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা। এরপর বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

খুলনাতেও গল্লামারী স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা। পরে প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দেয়া হয় স্মৃতির মিনারে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নানা শ্রেণি-পেশার মানুষ।

রাজশাহীতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

রংপুরে ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির মিনার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। নগরীর অর্জন স্মৃতিস্তম্ভে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।ময়মনসিংহেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মানুষের ঢল নামে। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই।

এছাড়াও লক্ষ্মীপুর, পাবনা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলাতেও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এছাড়া আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply