অর্থপাচার বিষয়ে দুদকের প্রতিবেদন অসম্পূর্ণ, হাইকোর্টের ক্ষোভ প্রকাশ

|

ফাইল ছবি।

অর্থপাচার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের দেয়া প্রতিবেদন অসম্পূর্ণ বলে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিভিন্ন সংস্থার দেয়া মানিলন্ডারিং-এর প্রতিবেদনের ওপর শুনানির সময় আদালত এই ক্ষোভ প্রকাশ করেন।

বেলা ১২ টার দিকে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত ভার্চুয়াল বেঞ্চে এ শুনানি শুরু হয়। এসময় আদালত জানতে চান, বিদেশে যারা বাড়ি-গাড়ি করেছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেয়া হয়েছে?

গত মঙ্গলবার অর্থ পাচারকারী ও মামলার বিষয়ে প্রতিবেদন জমা দেয় দুদক ও সিআইডি। আজ প্রতিবেদন দিয়েছে এনবিআর ও বিএফআইইউ। দুদকের সেই প্রতিবেদনে শতাধিক ব্যক্তির প্রায় ২৫’শ কোটি টাকার মানিলন্ডারিং এর তথ্য উঠে আসে। সিআইডি, ৭ জন ব্যক্তি ও বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার বিষয়ে প্রায় ১ হাজার কোটি টাকার তথ্য জমা দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply