প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কোন দয়া বা আনুকূল্য নয়, সকলের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
বাংলাদেশ সুপ্রিমকোর্টের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, সুপ্রিমকোর্ট বাংলাদেশের অভিভাবক, মানুষের ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দেশের বিচারহীনতা দূর করতে ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বেড়েছে। রাষ্ট্রের উন্নয়নের জন্য বিচার বিভাগ ও আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Leave a reply