সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইটের এক যাত্রীকে দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ২ কেজি। যার বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা।
কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেট সহকারী কমিশনার মো. আল-আমিন জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন ব্রাক্ষণবাড়িয়ার কসবা এলাকার জামিল আহমেদ। গোপন তথ্যের ভিত্তিতে তার ওপর বিশেষ নজর রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পায়ুপথে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন জামিল।
Leave a reply