উত্তরাঞ্চলসহ সারাদেশেই কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
হিমেল হাওয়া আর তীব্র কুয়াশায় অনেক বেলা করে দেখা মিলছে সূর্যের। যদিও কোথাও কোথাও সারাদিনই সূর্যের দেখা মিলছে না।
তীব্র ঠাণ্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বেলা গড়ালে তাপমাত্রা কিছুটা বাড়লেও, বিকেল থেকে আবারও বাড়তে থাকে শীতের তীব্রতা।
হাসপাতালগুলোতে ছড়িয়ে পড়েছে নিউমোনিয়া, ডায়ারিয়াসহ ঠাণ্ডাজনিত রোগ-বালাই। বেশি আক্রান্ত হচ্ছে শিশু আর বয়স্করা।
Leave a reply