নাইজেরিয়ায় অপহৃত ৩৪৪ স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী তাদের উদ্ধার করে।
তাদেরকে কাটসিনা রাজ্যের গভর্নর আমিনু বেলো মাসারির কাছে হস্তান্তর করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের হাতে তুলে দেয়া হবে তাদের।
গেলো শুক্রবার কাটসিনা রাজ্যের কানকারায় একটি স্কুলে অজ্ঞাত বন্দুকধারীরা প্রবেশ করে ছাত্রদের অপহরণ করে নিয়ে যায়। এই শিক্ষার্থীদের অপহরণের সাথে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয় কাটসিনা গভর্নরের কার্যালয়ের তরফ থেকে। জঙ্গিদের ছদ্মবেশে ডাকাতরা এ কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউএইচ/
Leave a reply