শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াইশ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় বিশালাকৃতির বোমাটি উদ্ধার করা হয়।
পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এটি নিরাপদে সরিয়ে নিয়েছে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান জানান, বোমাটি ধ্বংস করতে টাঙ্গাইলের রসুলপুর বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে নেয়া হচ্ছে।পাইলিং এর করার সময় মাটির ১০ ফুট নিচে বোমাটা পাওয়া যায়।
এর আগে গত ৯ ডিসেম্বর প্রথম ও ১৪ তারিখ দ্বিতীয় বোমটি পাওয়া যায়। বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাপ্ত পূর্বের বোমাগুলোর ন্যায় এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।
Leave a reply