পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী শহরের মুন্সেফ পাড়া এলাকার নিজ বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবজ্যোতি বসাক পার্থ’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার লাশ পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত পার্থ পটুয়াখালী পিটিআই’র ইনস্ট্রাক্টর জহর লাল বসাকের একমাত্র পুত্র। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে বেকার অবস্থায় ছিলেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ কেউ বলতে পারেনি।
পরিবারের বরাত দিয়ে পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান জানান, মৃত পার্থ হতাশাগ্রস্ত ছিল। তার মা বনানী দেবনাথ পটুয়াখালী সদর উপজেলার বোতলবুণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ জানায়, ভোরে খবর পেয়ে পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মৃত অবস্থায় দেখতে পায় পার্থকে। পরে তার ঘর থেকে গলায় ফাঁস লাগানোর রশি উদ্ধার করে পোস্টমর্টেম কার্যক্রম সম্পন্ন করেন।
পার্থর বাবা জানায়, ভোরে প্রকৃতির ডাকা সাড়া দিতে ঘুম থেকে উঠে ফ্যানের হুকের সাথে পার্থকে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশেপাশের লোকজন ছুটে এসে রশি কেটে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের দাবি, হাসপাতালে আনার অনেক আগেই পার্থর মৃত্যু হয়েছে। পরিবারের বরাত দিয়ে উপ-পরিদর্শক মেহেদি হাসান আরও জানান, পার্থ সবসময় ফেসবুক নিয়ে সময় কাটাতেন। কারও সাথে তেমন কথাবার্তাও বলতেন না। নিজে সর্বদাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতেন।
ইউএইচ/
Leave a reply