অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় র্যাবের যে চার্জশিট দিয়েছিল আজকের ধার্য তারিখে আদালত তা গ্রহণ করেছে। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে সোমবার সকালে দাখিলকৃত নথি গৃহীত হয়।
এরপর হত্যা মামলার একমাত্র পলাতক আসামি সাগর দেবের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন বিচারক। পরবর্তীতে চার্জ গঠনের মধ্য দিয়ে এ মামলার কার্যক্রম চলবে বলেও জানানো হয়েছে। এছাড়া বাকি তিনটি মামলার চূড়ান্ত প্রতিবেদনও আজ আদালতে দাখিল করা হয়েছে।
চার মাসের তদন্ত শেষে গত ১৩ ডিসেম্বর প্রতিবেদন জমা দেন র্যাবের কর্মকর্তা খাইরুল ইসলাম। তদন্তে ১৫ জনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এর মধ্যে ১৪ জন জেলহাজতে আছেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ।
Leave a reply