ভোক্তার স্বাস্থ্য সুরক্ষার অধিকার রেখে বাংলাদেশ গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস নীতিমালার খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
ব্রিফিংয়ে তিনি বলেন, আইনে খাদ্য সংরক্ষণে কী পরিমাণ রাসায়নিক ব্যবহার করা যাবে তা উল্লেখ থাকবে। এছাড়া মন্ত্রিসভায় জাতীয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেয়া হয়েছে।
এই খসড়ায় দেশের সার্বিক অবস্থা, অর্থনৈতিক পরিস্থিতি রুপকল্প ২০২১ ও এর বাস্তবায়ন চিত্র এবং মুজিববর্ষসহ ১০টি বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
Leave a reply