করোনা মহামারির সবচেয়ে ভয়াবহ সপ্তাহ দেখলো যুক্তরাষ্ট্র। গেলো সপ্তাহে দেশটিতে কোভিড নাইনটিনে, প্রতি ৩৩ সেকেন্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন।
বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ, ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত হয়েছে এ বিপুল প্রাণহানি। ৭ দিনে মারা গেছেন ১৮ হাজারের বেশি মানুষ। এক সপ্তাহ আগের তুলনায় মৃত্যুহার বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। এ বছর ছুটির মৌসুমে মার্কিন স্বাস্থ্যবিদদের ভ্রমণ সতর্কতাও মানেননি বেশিরভাগ জনগণ।
শুক্র, শনি ও রোববার, তিনদিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে পা রেখেছেন ৩২ লাখ মানুষ। ফলে বড়দিন আর নতুন বছরের উৎসবের পর করোনা আরও প্রাণঘাতী রূপে দেখা দিতে পারে বলে শঙ্কা প্রশাসনের।
Leave a reply