গেলো সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি ৩৩ সেকেন্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন

|

FILE - In this Aug. 26, 2020, file photo, the face on a replica of the Statue of Liberty covers with a protective face mask against the coronavirus. The 1/18th scale replica on Seattle's Alki Beach was erected in 1952 and recast in 2006. (AP Photo/Elaine Thompson)

করোনা মহামারির সবচেয়ে ভয়াবহ সপ্তাহ দেখলো যুক্তরাষ্ট্র। গেলো সপ্তাহে দেশটিতে কোভিড নাইনটিনে, প্রতি ৩৩ সেকেন্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন।

বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ, ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত হয়েছে এ বিপুল প্রাণহানি। ৭ দিনে মারা গেছেন ১৮ হাজারের বেশি মানুষ। এক সপ্তাহ আগের তুলনায় মৃত্যুহার বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। এ বছর ছুটির মৌসুমে মার্কিন স্বাস্থ্যবিদদের ভ্রমণ সতর্কতাও মানেননি বেশিরভাগ জনগণ।

শুক্র, শনি ও রোববার, তিনদিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে পা রেখেছেন ৩২ লাখ মানুষ। ফলে বড়দিন আর নতুন বছরের উৎসবের পর করোনা আরও প্রাণঘাতী রূপে দেখা দিতে পারে বলে শঙ্কা প্রশাসনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply