নরসিংদীতে বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

|

স্টাফ রিপোর্টার:

নরসিংদীর শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার বিকেলে উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর এলাকায় এই ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় তার বাবাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র বলছে, দক্ষিণ সাধারচর এলাকায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন করা হয়েছে এমন গোপন খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে যায়। ওই শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় ওই বিয়ে বন্ধের নির্দেশ দেয় ভ্রমমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক জানান, সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না বলে মুচলেকা দিয়েছেন ওই মেয়ের বাবা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply