নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, বিজেপি প্রশাসনের সাম্প্রদায়িক নীতির সমালোচনা করায় হেনস্থা করা হচ্ছে অমর্ত্যকে। সম্প্রতি অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখল করে রাখার অভিযোগ তোলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিনিকেতনে বিশ্বভারতীর জমি দখলের নোটিশ পাঠায় অমর্ত্য সেনকে। এতে বলা হয়েছে, অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী’র মাঝে বিশ্বভারতীর একাংশ জমি রয়েছে।
এ ব্যাপারে মুখ খুলেছেন খোদ অমর্ত্য সেনও। বলেছেন, ‘বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনোদিন আমায় এমন কথা আগে জানায়নি।’
তবে কলকাতার গণমাধ্যম বিশ্বভারতী কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, এর আগে এই ইস্যু নিয়ে বেশ কয়েকবার মৌখিকভাবে নোবেল জয়ীকে অবগত করা হয়েছিল। কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
ইউএইচ/
Leave a reply