বিদেশে যেতে ইচ্ছুক কর্মীরা এখন থেকে ৩০০ টাকায় করোনা পরীক্ষা করাতে পারবেন। নতুন এই ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। সরকারি প্রতিষ্ঠানে বিএমইটি প্রদত্ত স্মার্টকার্ড বাহকরা এই সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, স্মার্টকার্ডধারী বিদেশগামী কর্মীদের জন্য করোনা পরীক্ষার ফি ১৫০০ টাকার বদলে ৩০০ টাকা নির্ধারণ করা হলো। এর আগে করোনা পরীক্ষার ফি কমানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতেও দেশের কর্মীদের বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। সেই প্রেক্ষিতে করোনা টেস্ট ফি ৩০০ টাকা নির্ধারণ করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে ধন্যবাদ জানাই।’
ইউএইচ/
Leave a reply