মালিতে টহলের সময় বিস্ফোরণে ফ্রান্সের তিন সেনা সদস্যের মৃত্যু

|

মালিতে টহলের সময় বিস্ফোরণে ফ্রান্সের তিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি সরকার। এতে বলা হয়, জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে টহল চলছিলো ফরাসি সামরিক বাহিনীর।

বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলের হমবরি প্রদেশে টহলের সময় আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এসময় সামরিক বহরে থাকা একটি সাঁজোয়া যান ধ্বংস হয়ে যায়। প্রাণ যায় ভেতরে থাকা তিন সেনা সদস্যের। এ ঘটনায় শোক জানিয়েছে ফ্রান্স সরকার।

জঙ্গিবাদ দমনে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অভিযান চালিয়ে আসছে ফরাসি সেনাবাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply