দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে অব্যাহত আছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেখানে অনেক বেলা করে দেখা মিলছে সূর্যের। দুপুরে আবহাওয়া কিছুটা উষ্ণ থাকলেও বিকেল নাগাদ তাপমাত্রা পুনরায় নেমে আসায় জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়ে। যার ফলে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি দেখা যায় খুব কম।
খুব প্রয়োজন না হলে অঞ্চলগুলোতে ঘর থেকে বের হচ্ছে না কেউ। সেইসাথে, কনকনে শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো।
এদিকে, খুলনা- মাদারীপুরসহ পশ্চিমাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
Leave a reply