রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কিছু আন্তর্জাতিক সংস্থা গুজব ছড়াচ্ছে

|

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন- ফাইল ছবি।

রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর বিষয়ে কিছু আন্তর্জাতিক সংস্থা গুজব ছড়াচ্ছে, দিচ্ছে মিথ্যা তথ্য। সেক্ষেত্রে তাদের সঠিক বার্তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার দুপুরে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারি বিধি মেনে আন্তর্জাতিক সংস্থাগুলো চাইলে ভাসানচরে কার্যক্রম চালাতে পারবেন। তবে আপাতত এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের কথা ভাবছে সরকার।

তিনি বলেন, কক্সবাজার ও টেকনাফে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়াতেই রোহিঙ্গাদের স্থানান্তর করা হচ্ছে। তবে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর লক্ষ্যেই কাজ করছে সরকার। এবং সেটিই মূল ও স্থায়ী সমাধান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply