শাহজালাল বিমানবন্দর এলাকায় ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার

|

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আরও একটি আড়াইশ’ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। এনিয়ে তৃতীয় টার্মিনালের মাটি খোরার সময় ৫টি বোমা উদ্ধার হলো।

বুধবার দুপুরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের পাইলিংয়ের সময় শ্রমিকরা গ্যাস সিলিন্ডারের মত বস্তু দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীদের খবর দেয়। পরে বিমান বাহিনীর বিশেষজ্ঞ দল পরীক্ষা নিরীক্ষার পর বোমাটি শনাক্ত করে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ আল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বোমাটি। নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল এলাকায় এধরনের আরও বোমা থাকার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এর আগে পাওয়া বোমাগুলো টাঙ্গাইলের পাহার কাঞ্চনপুর ঘাটিতে নিয়ে ধ্বংস করা হয়। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় এসব বোমা ফেলা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply