ঢাকাসহ সারাদেশে আজ থেকে শুরু হয়েছে বই উৎসব-২০২১। আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বই বিতরণ করা হয়। মোট ১২ দিনে তুলে দেয়া হবে এই নতুন বই।
রাজধানীর বিভিন্ন স্কুলে সকাল থেকেই শুরু হয় বই বিতরণ কার্যক্রম। তবে শিক্ষার্থী নয় বই তুলে দেয়া হয় অভিভাবকদের হাতে। নতুন বছরের প্রথম দিনে অভিভাবকদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।
বই সংগ্রহের বিষয়ে অভিভাবকদেরই শিক্ষা প্রতিষ্ঠানে আসার বিষয়ে উৎসাহিত করা হয় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তারপরও যেসব শিক্ষার্থীরা বই সংগ্রহ করেছেন তারাও মেতে উঠেছিলেন আনন্দে। প্রথম দিন তুলে দেয়া হয় দ্বিতীয় এবং অষ্টম শ্রেণীর তিনটি বিষয়ের বই।পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্তকেও স্বাগত জানান অভিভাবকরা।
Leave a reply