স্বাধীনতার ৫০ বছরেও দেশ গণতান্ত্রিক ও স্বাধীন নয়: ফখরুল

|

স্বাধীনতার ৫০ বছরেও দেশ গণতান্ত্রিক ও স্বাধীন নয়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বছরে জাতিকে সংগঠিত করে আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণ সভায় এই প্রত্যয় জানান তিনি। ফখরুল বলেন, স্বাধীনতার ৫০ বছরেও দেশ গণতান্ত্রিক ও স্বাধীন নয়। মানুষ দুঃসহ জীবনযাপন করছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া গেল বছর ৩০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, আওয়ামী লীগ ২০১৮ সালে মধ্যরাতে ভোট ডাকাতি করে গণতন্ত্র ধ্বংস করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply