চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর রোহান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার শিশুটি নিখোঁজ হলে থানায় জিডি করে পরিবার। এরপরই রোহানকে উদ্ধারে চলে অভিযান। পৌর এলাকার বিভিন্ন মোড়ে বসানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে দেখা যায় অজ্ঞাত এক যুবক শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করছে।
পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মরদেহের সন্ধান মেলে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। এরপরই জানা যাবে ঘটনার মোটিভ।
Leave a reply