অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদফতর। সোমবার (৪ জানুয়ারি) ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয়া হয়।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। তিনি জানান, এনওসি’র মাধ্যমে ভ্যাকসিনটির অনুমোদন দেয়া হয়েছে।
গত নভেম্বরে বেক্সিমকোর মাধ্যমে বাংলাদেশ সরকার ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ডোজ অক্সফোর্ড ভ্যাকসিন আনার চুক্তি করে। জানুয়ারি মাসে তার প্রথম চালান ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।
ইউএইচ/
Leave a reply