ধর্ষণ প্রমাণে ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করলো লাহোর হাইকোর্ট

|

পাকিস্তানের পাঞ্জাবে ধর্ষণের শিকার নারীদের তথাকথিত কুমারিত্ব পরীক্ষার বিতর্কিত চর্চা নিষিদ্ধ করলো লাহোর আদালত। এর ফলে অঞ্চলটিতে আর ‘টু ফিঙ্গার টেস্ট’-এর মধ্য দিয়ে যেতে হবে না কোনো নারীকে।

পাঞ্জাবে অধিকার কর্মীদের দু’টো পৃথক আবেদনের প্রেক্ষিতে আসে এ রায়। গোটা প্রক্রিয়াটিকে নারীদের মর্যাদা হানিকর এবং ফরেনসিক অনুসন্ধানেও অপ্রয়োজনীয় আখ্যা দেন বিচারক আয়েশা মালিক।

সিন্ধুসহ আরও বেশ ক’টি রাজ্যে একই ধরনের আবেদনের প্রেক্ষিতে রায় অপেক্ষমাণ। এ পরিস্থিতিতে পাঞ্জাবের এ রায়কে উদাহরণ সৃষ্টিকারী আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের মানবাধিকার কর্মীরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply