ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে টটেনহ্যাম হটসপার। সেমিফাইনালে ব্রেনফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।
দ্বিতীয় বিভাগের দল ব্রেনফোর্ডের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় টটেনহ্যাম। লেফট ব্যাক রুগিলনের ক্রস থেকে ১২ মিনিটে স্পার্সদের এগিয়ে দেন সিসোকো। কিন্তু পিছিয়ে পড়েও দমে যায়নি ব্রেনফোর্ড মরিনিয়োর দলের সাথে লড়েছে সমান তালে। ফিনিসিং ব্যর্থতার কারণে সমতায় ফিরতে পারেনি অনভিজ্ঞ ব্রেনফোর্ড।
অবশেষে ৭০ মিনিটে স্বস্তি পায় টটেনহ্যাম। সন হিয়ুন মিনের আরও এক দুর্দান্ত গোলে ২-০ গোলের জয় নিশ্চিত হয় টটেনহ্যামের। ফাইনালে ওঠায় ২০০৮ সালের পর প্রথম কোনো শিরোপা জয়ের মিশন থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে টটেনহ্যাম।
ইউএইচ/
Leave a reply