যুক্তরাষ্ট্রে জ্যাকব ব্লেককে গুলির ঘটনায় খালাস পেলেন পুলিশ কর্মকর্তা

|

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে গুলির ঘটনায় বেকসুর খালাস পেলেন অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা রাস্টেন শেস্কি। মঙ্গলবার কিনোশা কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নি জানান এ তথ্য।

তিনি বলেন, জনতার ক্ষোভ উস্কে দেয়ার মতো কোনো অপরাধের সাথে সম্পৃক্ততার প্রমাণ মেলেনি শেস্কির বিরুদ্ধে। প্রশাসনের এ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে ভুক্তভোগী ব্লেকের পরিবার।

গেলো আগস্টে নিজের গাড়ির ভেতরে শিশু সন্তানদের সামনে তাকে খুব কাছ থেকে সাতবার গুলি করে পুলিশ। যাতে অবশ হয়ে যায় ব্লেকের শরীরের নিম্নাঙ্গ।

মার্কিন প্রশাসন বলছে, ব্লেকের গাড়ির ভেতরে অস্ত্র ছিল; আত্মরক্ষার স্বার্থেই তাকে গুলি করা হয়। সংখ্যালঘু কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি বর্বরতার প্রতিবাদে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শ্লোগান নিয়ে গেলো বছর প্রায় পুরো সময়ই বর্ণবাদবিরোধী আন্দোলনে উত্তাল ছিল যুক্তরাষ্ট্র।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply